সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই আজমানের সহপাঠী, অভিভাবক এবং সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় ৫ দফা দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বিক্ষোভের মুখে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিলে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। দিনভর উত্তপ্ত পরিস্থিতির পর রাতেই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতি স্বীকার করে।
স্কলার্সহোম কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শিক্ষার্থী আজমানের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক তাইবাকে অপসারণ করা হবে। শিক্ষার্থীদের উত্থাপিত অন্য দাবিগুলো ধাপে ধাপে কার্যকর করা হবে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তুলে অভিভাবকরা জানান, স্কলার্সহোমে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, শিক্ষকদের খারাপ আচরণ, প্রতিষ্ঠানে সুষ্ঠু কাউন্সিলিং ব্যবস্থা না থাকা, শিক্ষার্থী নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ছাড়পত্র দিয়ে বের করে দেওয়া হয়। এ ধরনের নীতির ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মানসিক চাপ ও দক্ষ শিক্ষকের অভাবে আজমানকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তে ঠেলে দিয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজমানের মৃত্যুর খবরে ছড়িয়ে পড়ার পর থেকেই স্কলার্সহোম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠী ও ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি অনেক সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও স্কলার্সহোমের বিরুদ্ধে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষকের সংকট, শিক্ষার্থী ভালো ফলাফল না করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তোলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে রোববার স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসে উপাধ্যক্ষের অপসারণসহ ৫ দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দেওয়া সব দাবি মেনে নেয়।
মন্তব্য করুন