

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মেহেদী নুর হেলাল দল থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফেসবুকে দেওয়া পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, দীর্ঘদিন ধরে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়ালন্দ উপজেলা কমিটির একজন যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এই পথচলায় দলীয় নেতা, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এবং এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।
তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বর্তমানে জামায়াতের সঙ্গে জোট ও প্রতারিত হওয়ার কারণে আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। পারিবারিক দায়িত্ব ও পরিস্থিতিকে এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন মনে করছি।
অতএব, আমি মেহেদী নূর হেলাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়ালন্দ উপজেলার যুগ্ম সমন্বয়কারী পদসহ দলের সব পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এই সিদ্ধান্তটি কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং অনেক ভেবেচিন্তে ও বাস্তবতার নিরিখে নেওয়া। দলীয় স্বার্থে যত কিছু আমি বলেছি তা আমি তুলে নিচ্ছি আর দেশের স্বার্থে যা কিছু বলেছি তাতে আমি অটুট।
ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সবসময় ইতিবাচক চিন্তা ও শুভকামনা থাকবে। সবার জন্য দোয়া ও শুভেচ্ছা রইল।
জাতীয় নাগরিক পার্টির গোয়ালন্দ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, মেহেদী নূর হেলালের এ সিদ্ধান্ত তার একান্তই ব্যক্তিগত। এনসিপির সব নেতাকর্মী যে কোনো বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এনসিপি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়। দলের সব সিদ্ধান্তও গণতান্ত্রিক উপায়ে গ্রহণ করা হয়।
মন্তব্য করুন