নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যালয়ের টিউবওয়েলে পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত দুই স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের জিগরী উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করার পর দুই শিক্ষার্থী অসুস্থ হয়। অসুস্থ ছাত্রীরা হলেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির রহিমা (১৪) ও ইসরাত জাহান মেঘলা (১৪)।
জানা যায়, সকাল দশটার দিকে তারা বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি পান করে। কিছুক্ষণ পর পুনঃরায় বোতলে পানি ভর্তি করতে গিয়ে দেখে টিউবওয়েল থেকে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। বিষয়টি তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। এ ঘটনার কিছুক্ষণ পর ক্লাস চলাকালীন সময়ে পানি পান করা দুই ছাত্রী বুকে জ্বালা ও পেট ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত তাসলিম বলেন, বেলা ১১ টার দিকে দুজন স্কুল শিক্ষার্থী পেটে ব্যথা ও বুক জ্বালা নিয়ে হাসপাতালে আসে। বর্ণনা শুনে বিষক্রিয়া সন্দেহে তাদের হাসপাতালে বিদ্যামান চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লে একজন সহকারী শিক্ষিকার সঙ্গে তাদের উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ বসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে, পানির বর্ণ ও গন্ধ দেখে প্রাথমিক ভাবে কীটনাশক বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, ঘটনাটি শুনে বিদ্যালয় পরিদর্শন করেছি। এবিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন