মেহেরপুরের সার্বিক উন্নয়ন ভাবনা তুলে ধরে ১৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ দফা ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাড. সাকিল আহমাদ।
এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নকে কেন্দ্র করে এ কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
ঘোষিত ১৩ দফা কর্মসূচির মধ্যে রয়েছে— শিক্ষা খাতে ডিজিটাল ক্লাসরুম ও আইসিটি ল্যাব স্থাপন, কারিগরি ও ক্যারিয়ারমুখী শিক্ষা জোরদার এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউট চালুর উদ্যোগ।
আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক- ওষুধ সরবরাহ, উন্নত চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ ব্যবস্থা। কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষিঋণ ও বিমা চালু, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শিল্প-কারখানা, এসএমই উদ্যোগ, স্টার্টআপ ফান্ড ও উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ। নারীদের জন্য আলাদা প্রশিক্ষণ কর্মসূচি, ক্ষুদ্রঋণ সহায়তা ও নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা।
রেল যোগাযোগ চালুর পাশাপাশি সড়ক, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও গ্রামীণ অবকাঠামোর আধুনিকায়ন। আম, পাটসহ কৃষিপণ্যভিত্তিক শিল্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ, সচেতনতা কার্যক্রম এবং তরুণদের খেলাধুলা-সংস্কৃতিতে সম্পৃক্তকরণ। পর্যটন ও সংস্কৃতির বিকাশে মেহেরপুরকে আন্তর্জাতিক মানে উপস্থাপন ও লোকসংগীত-ঐতিহ্য প্রচার। দুর্নীতি দমনে প্রশাসনে স্বচ্ছতা ও জিরো টলারেন্স নীতি।
পরিবেশ সংরক্ষণে নদী-খাল খনন, গাছ লাগানো ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি। প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ সংরক্ষণ, ক্রীড়া কমপ্লেক্স স্থাপন ও যুব উন্নয়ন কর্মসূচি। জেলার স্বার্থরক্ষা ও উন্নয়ন পরিকল্পনায় সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘মেহেরপুর পার্লামেন্ট’ গঠন।
কর্মসূচি ঘোষণা শেষে সাকিল আহমাদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং একটি শিক্ষিত, স্বাস্থ্যবান, কর্মমুখী ও মাদকমুক্ত মেহেরপুর গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।
এ সময় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মুজাহিদুল ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি, সদস্য মো. তামিম ইসলাম, হাসনাত জামান সৈকত, মাহাবুব-ই-তৌহিদ রবিন, আমির হামজাসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন