চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করা হয়।
শনিবার (১৮) অক্টোবর) সন্ধ্যা ৭টায় কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বকর সিদ্দিক এর আয়োজনে জাঁকজমকপূর্ণ তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের ইংরেজি অধ্যাপক আল হাসান মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, ‘কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক হয়ে উঠেছে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে কালবেলা। দ্রুত সময়ে গণমানুষের আস্থা অর্জন করছে গণমাধ্যমটি। কালবেলা আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।’
কালবেলা ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আরও বেশি তুলে ধরে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, যুগ্ন আহ্বায়ক আসিম সাইদ, আহ্বায়ক কমিটির সদস্য, ডিএম মতিয়ার, আমিনুর রহমান নয়ন, দৈনিক নয়া দিগন্তের জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমান,দৈনিক যুগান্তরের জীবননগর প্রতিনিধি ফয়সাল মাহতাব মানিক, হাসাদাহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, আরটিভির দুবাই প্রতিনিধি এসএম সাফায়েত, নবচিত্রের জীবননগর প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজল, দিনকালের জীবননগর প্রতিনিধি জাকির হোসেন লিটন,আজকের বসুন্ধরার জীবননগর প্রতিনিধি মেহেদী হাসান সম্রাট, রুপালী বাংলাদেশের জীবননগর প্রতিনিধি আহাম্মদ সগীর, দৈনিক সবুজ নিশানের প্রতিনিধি হাসান ইমাম। জনতার জমিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক চুয়াডাঙ্গা প্রতিনিধি এস এম রখি প্রমুখ।
মন্তব্য করুন