

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন এবং সর্বোপরি তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফার সফল বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দেশ কিভাবে পরিচালিত হবে ৩১ দফায় তার সবই রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মহিলা দলের আয়োজনে বিএনপির ৩১ দফার বাস্তবায়নে এবং ধানের শীষের পক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এখন থেকে কাজ করতে হবে। বিশেষ করে মহিলা দলের নেতাকর্মীদের ফরিদগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা এবং ধানের শীষের কথা পৌঁছাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। গণমানুষের কাছে যান, তাদের কাছে আমাদে ৩১ দফা উপস্থাপন করেন।
রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর, পৌর বিএনপি নেতা এমএম টুটুল পাটোয়ারী, শাহাবুদ্দিন বাবুল, হারুন পাঠান, মোহাম্মদ আলী মৃধা, পেয়ার আহমেদ তালুকদার, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির আ. জলিল, আলমগীল হোসেন আলম, মহিলা নেত্রী পারুল আক্তার, শারমিন আক্তার, পৌর যুবদল নেতা শাওন পাঠান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
মন্তব্য করুন