

কুড়িগ্রামের রৌমারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তাদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার চাক্তাবাড়ি ও চরশৌলমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি সেলিম মালিক।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ঠনঠনিয়া পাড়া গ্রামের মৃত ইমান আলী মণ্ডলের ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ (৪০)। তিনি রৌমারী সদর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। অপরজন, চর শৌলমারী গ্রামের মৃত মেন্নাছ আলীর ছেলে রেজাউল করিম (৪২)৷ তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থক।
ওসি সেলিম মালিক কালবেলাকে জানান, লকডাউনবিরোধী ডিউটি চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন