কক্সবাজারের পেকুয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার মগনামা ইউনিয়নের শুদ্ধাখালী গ্রামের ছৈয়দ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঞ্জুর আহমদের বসতঘরে বৈদ্যুতের শর্টসার্কিট হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে গিয়ে পাশের আজিম উদ্দিন ও রফিক আহমদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আজিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার পুড়ে গেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো মানুষ হতাহত হয়নি।
পেকুয়া ফায়ার স্টেশন অফিসার সালাহ উদ্দিন বলেন, বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। পরে তিনি প্রতিটি পরিবারকে চালের বস্তা এবং শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী ইউপি সচিব আব্দুর রাজ্জাকসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, মঞ্জুরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ৩টি বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা প্রদানের আশ্বাস ব্যক্ত করায় ইউএনওর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মন্তব্য করুন