বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঝিনাইদহে মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহসভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, ‘এক সেলফিতে সরকারের উন্নয়নের বেলুন চুপসে গেছে। এখন আর তাদের মুখে কথা নেই। একের পর এক আমেরিকার নিষেধাজ্ঞায় সরকারের ভীত নড়বড়ে হয়ে গেছে। খালেদা জিয়ার মুক্তি না দিলে পরবর্তী পরিস্থিতির জন্য এ সরকার দায়ী থাকবে।’
মন্তব্য করুন