রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ নির্বাচন করতে আওয়ামী লীগ ওয়াদাবদ্ধ : লিটন

স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ দলীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা
স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ দলীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দেশে কেয়ারটেকার সরকারের আর কোনো সুযাগ নেই জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ভারতসহ উন্নত বিশ্বে যেখানে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবেই নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব। নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করছে, আরও করবেন। আর নিরপেক্ষ নির্বাচন করতে আওয়ামী লীগ ওয়াদাবদ্ধ।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যার শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাসিক মেয়র।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালসহ দলীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর বারকুল্লাহ বিন দুরুল হুদা। বাদ জোহর এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে রানীবাজারস্থ রাজনৈতিক কার্যালয় চত্বরে দুঃস্থ ও পথচারী এবং রানিবাজার আহলে হাদিস মাদ্রাসা এতিমখানা ও রানিবাজার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় লিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে একজন সফল প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। দেশে-বিদেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। একটি বিদেশি সংস্থার জরিপে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি লাভ করেছেন। ৭০ শতাংশের বেশি মানুষ তাকে ভালোবাসেন, তাকে চায় ও শ্রদ্ধা করেন। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করি, তিনি সুস্থ হয়ে বাংলাদেশকে উন্নয়নের লক্ষ্যে আরও এগিয়ে নিয়ে যাবেন- এই আশা আমরা করি।

খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলে ষড়যন্ত্রে লিপ্ত হয় বিএনপি-জামায়াত। তারা বিদেশিদের সাথে আঁতাত করে নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিতর্কিত করতে নান অপচেষ্টা চালাচ্ছে, নানাভাবে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের এই অপচেষ্টা সফল হবে না।

রাসিক মেয়র লিটন বলেন, আমি আশা করি সকল বিরোধী দল নির্বাচনে আসুক। উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যাকে রায় দেবে সেই দল ক্ষমতায় যাবে। একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে আমি আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করেছেন, তাতে জনগণ আবারও আওয়ামী লীগকে চাইবে। আমরা আবারও বিজয়ী হবো ইনশাআল্লাহ। উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে আমরা মতভেদ ভুলে নেত্রী যাকে মনোনয়ন দেবেন, তাকে বিজয়ী করব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহসভাপতি শাহীন আকতার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষিবিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্মবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য নজরুল ইসলাম তোতা, হাবিবুর রহমান বাবু, অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আতিকুর রহমান কালু, সৈয়দ হাফিজুর রহমান বাবু, অ্যাডভোকেট শামীমা আখতারী, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X