আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের উন্নয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসিত। এটি দেখে বিএনপির সহ্য হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে বসেই উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলী নদীর নিচ দিয়ে ট্যানেল, রূপপুর পারমাণবিক চুল্লিসহ এ রকম শত শত উন্নয়ন কর্মকাণ্ড করে সারা বিশ্বের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসিত। এসব দেখে বিএনপির সহ্য হচ্ছে না। তিনি জেলে বসেই বাংলাদেশের উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন। বিএনপি-জামায়াতের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা ছিল না। তাদের ছিল লুটপাট ও আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা।’ জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন বলেই আমরা একটি দেশ পেলাম। বঙ্গবন্ধুর কন্যারা দেশে না এসে বিদেশে তারা মর্যাদার সঙ্গেই বসবাস করতে পারতেন। কিন্তু বাবার রক্ত তাদের ধমনিতে প্রবাহিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের অবস্থা ভালো ছিল না। একটা প্রতিকুল অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘এক সময় এ দেশকে মিসকিনের দেশ বলা হতো। এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করা হতো। বর্তমানে প্রধানমন্ত্রী বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছেন। বাংলাদেশ হলো এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের মডেল।’
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র গোলাম হাক্কানী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদের সদস্য আবদুল আজিজ।
মন্তব্য করুন