বাংলাদেশে নিযুক্ত ভরতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ভারত অতীতের মতো সবসময় সমর্থন দিয়ে যাবে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে সমর্থন দিয়েছিল, তেমনিভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে।’
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজে ভারতের অর্থায়নে নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভরতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এসব কথা বলেন।
প্রণয় কুমার ভার্মা বলেন, ‘এ দেশে ভারতের অর্থায়নে ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৭৬টি নতুন ভবনের কাজ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী দেশ নয়, ভালো বন্ধুরাষ্ট্র। এ বন্ধুত্ব অটুট থাকবে।’
তিনি বলেন, ‘শিক্ষার প্রসার, আর্থ-সামাজিক উন্নয়নসহ নানাক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের সাথে সবসময় একযোগে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
এ উপলক্ষে কাশিনগর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার।
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম প্রমুখ।
উল্লেখ্য, সম্পূর্ণ ভারতীয় অর্থায়নে ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবন নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মন্তব্য করুন