

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৩।
গত ২৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলন ও বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা কোনো ধরনের বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। ওএমআর শিটে প্রবেশপত্র অনুযায়ী নাম, পিতার নাম, মাতার নাম, রোল নম্বর ও সেট কোড সঠিকভাবে পূরণ করতে হবে। কোনো ধরনের কাটাকাটি বা ঘষামাজা করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবেন না এবং পরীক্ষা শেষে ওএমআর শিট সংগ্রহের পর নির্দেশ না দেওয়া পর্যন্ত আসনে অবস্থান করতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ৩০ মিনিট আগে পরীক্ষার হলে ঢুকতে হবে। পরীক্ষা শুরুর পর কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে না।
নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের কানে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কি না তা তল্লাশি করা হবে। কেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব, সাদা পোশাকধারী নিরাপত্তা সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউট মোতায়েন থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুধু পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। কোনো অভিভাবককে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনগুলোতেও একই নির্দেশনা কার্যকর থাকবে।
মন্তব্য করুন