নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি করতে থাকে। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুর্হূতের মধ্যে অপারেশন রুমে থেকে ধোয়া বের হয়ে চারদিক অন্ধকার হয়ে যায় । তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সরেজমিনে দেখা যায় হাসপাতালে কোনো ধরনের আগুন নির্বাপন যন্ত্র নেই। যা আছে তার সবগুলোই মেয়াদ উত্তীর্ণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের অপারেশনের কক্ষে আগুনের ধোয়া দেখা যায়। ধোয়া দেখে সাধারণ মানুষ আগুন আগুন বলে চিৎকার শুরু করে। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দৌঁড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লী বিদ্যু ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে কর্তৃপক্ষের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এমনটা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আকলিমা আক্তার বলেন, আমরা হঠাৎ দু-তলার অপারেশনের রুমে আগুনের ধোয়া দেখতে পাই। আতঙ্কিত হয়ে সবাই বাইরে চলে আসি। কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে আমরা উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রণের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
মন্তব্য করুন