ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১১:১৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে যুবলীগ নেতার বিরুদ্ধে দেয়াল তুলে জমি দখলের অভিযোগ

ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা। ছবি : কালবেলা
ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা। ছবি : কালবেলা

ঝালকাঠি জেলার পৌর শহরের ডাক্তারপট্টি এলাকায় দুটি পরিবারের চলাচলের পথ দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জেলা সাবেক ছাত্রলীগ ও বর্তমান যুবলীগ নেতার বিরুদ্ধে।

গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের ডাক্তারপট্টি এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঝালকাঠি জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সৈয়দ হাদিসুর রহমান ওরফে মিলন (৩৮) ওই দেয়াল নির্মাণ করেন। ভুক্তভোগী পরিবার দুটির বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় তারা বাসায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল বৃহস্পতিবার রাতে সেই দেয়াল ভেঙে দিয়েছেন।

ভুক্তভোগীরা শুক্রবার (৬ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, হাদিসুর রহমান ওই দুটি পরিবারকে তাদের নিজ জমি থেকে উচ্ছেদ করার জন্য এ কাজ করেছেন।

অঞ্জু বেগমের জামাতা হাসান মাহামুদ বলেন, ‘সৈয়দ হাদিসুর রহমান দলীয় প্রভাব বিস্তার করে আমার ও আমার শ্বশুরবাড়ির চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তার উদ্দেশ হচ্ছে আমাদের জায়গা থেকে উচ্ছেদ করা।’ ভুক্তভোগী অঞ্জু বেগমের পক্ষে তার জামাতা হাসান মাহামুদ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে হাসান মাহামুদ বলেন, তারা তিন ভাই ও এক বোন। ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় তার বাবা মৃত হাবিবুর রহমানের ৭ শতাংশ সম্পত্তি ছিল। ওয়ারিশ সূত্রে তিনি দেড় শতাংশ জমি পান। তবে তার দুই ভাই, মা ও বোনের অংশের সাড়ে ৫ শতাংশ জমি (এসএ ১২৪ খতিয়ান) ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান কিনে নেন। হাসান তার দেড় শতাংশ জমি বিক্রি করেননি। এদিকে ওই জমির পাশেই তার শাশুড়ি অঞ্জু বেগম ও তার বোন মঞ্জু বেগম তাদের বাবা মৃত রেজ্জেক আলীর কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত পৌনে ২ শতাংশ সম্পত্তিতে পরিবার নিয়ে বসবাস করেন।

ঝালকাঠি পুলিশ সুপারের আফ্রাজুল হক টুটুলের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাতে সেই দেয়াল ভেঙে দিয়েছেন।

হাদিসুর রহমান তার ক্রয়কৃত সাড়ে ৫ শতাংশ জমিতে ‘সৈয়দ টাওয়ার’ নামে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করেন। ভবনের পেছনেই হাসান, অঞ্জু ও মঞ্জু বেগমের জমি। তাদের চলাচলের জন্য প্রায় চার ফুট প্রশস্ত একটি রাস্তা আছে। ওই রাস্তা কেউ বন্ধ করতে পারবেন না-এ কথা হাদিসুর রহমানের দলিলে উল্লেখ করা আছে। এরপরও ওই রাস্তা বুধবার মধ্যরাতে হাদিসুর তার লোকজন দিয়ে দেয়াল তুলে বন্ধ করে দেন। এ ঘটনায় তারা পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গতকাল রাতে সেই দেয়াল ভেঙে দিয়ে চলাচলের পথ স্বাভাবিক করে দেয়।

এ বিষয়ে অঞ্জু বেগম বলেন, ‘রাতের আঁধারে ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান দেয়াল দিয়ে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে সিসিটিভির ফুটেজ রয়েছে। এ ঘটনায় আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সৈয়দ হাদিসুর রহমান দাবি করেন, ‘আমি রেকর্ডীয় মালিদের কাছ থেকে ৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে ভবন নির্মাণ করেছি। অবশিষ্ট সম্পত্তিতে কিছুদিনের জন্য রেজ্জেক আলীর মেয়েদের মানবিক কারণে থাকতে দিয়েছি। এখন তারা জমি ছাড়তে চায় না। তাই আমি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি।’

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা চলাচলের পথ স্বাভাবিক করে দিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X