

পরনে ধুলা ময়লাযুক্ত প্যান্ট, গায়ে সাদা টি-শার্ট, হাতে জাতীয় পতাকা। সড়কের পাশে সমাবেশস্থলে বসে পতাকা নাড়ছেন মধ্যবয়সী এক যুবক। কথা বলতেই জানা গেল, তার নাম সাগর আহমেদ। তিনি শারীরিক প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায়। নিজ কানে শুনবেন নেত্রীর মুখ নিসৃত অমীয় বাণী।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাঙ্গায় জনসভাস্থলে প্রতিবন্ধী সাগর আহমেদের সঙ্গে কথা হয় কালবেলা প্রতিবেদকের। সাগর জানায়, তিনি ঢাকা থেকে ফরিদপুরের সমাবেশে যোগ দিয়েছেন।
তিনি এ সময় বলেন, ভাঙ্গা অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে এসেছি। ভাঙ্গায় এসে মনে হলো, সিঙ্গাপুরে এসেছি। এই সরকার ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকার বারবার দরকার।
এদিকে দুপুর পৌনে ২টায় ফরিদপুর জেলার ভাঙ্গা রেলওয়ে স্টেশনে উপস্থিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুপুর ২টায় ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। বিকেল চারটায় সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।
মন্তব্য করুন