ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০২:২৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় জনতার ঢল

ফরিদপুরে প্রধানমন্ত্রীর সভাস্থলে জনতার ঢল। ছবি : কালবেলা
ফরিদপুরে প্রধানমন্ত্রীর সভাস্থলে জনতার ঢল। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভায় দুপুরের আগেই ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনতায় কানায় কানায় ভরে গেছে। স্টেডিয়ামসহ ভাঙ্গা টাউনের আশপাশের এলাকা রাস্তাঘাট তিল ধারণের ঠাই ফরিদপুরসহ শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী আশপাশের লোকজনে ভরে গেছে। পদ্মা সেতু ও এক্সপ্রেস ওয়ে হাইওয়াতে মানুষের ঢল নামে। ইতিমধ্যে স্টেডিয়ামের আশপাশের এলাকা মানুষ আর মানুষ।

স্টেডিয়ামে ভেতর প্রবেশ করতে চারটি রাস্তা রয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

তিনি জানান, মঞ্চের পেছন দিয়ে যে বড় রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে শুধু ভিআইপিদের যাতায়াত থাকবে। স্টেডিয়ামের মসজিদের পাশ দিয়ে, পানি ওয়াপদার পাশ দিয়ে আরেকটি রাস্তা ও পশ্চিম পাশ দিয়ে যে রাস্তায় রয়েছে এই তিনটি রাস্তা দিয়ে জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে।

পদ্মা সেতু হয়ে রেল উদ্বোধনের জন্য বেলা ১১টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী।

ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি ৮৩ শতাংশ। ভাঙ্গা-যশোর সেকশনের অগ্রগতি ৮৩ শতাংশ। ঢাকা-যশোর সেকশনে নির্মাণকাজের অগ্রগতি ৮৩ শতাংশ। প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৮৩ শতাংশ। ২০টি স্টেশনের মধ্যে সমাপ্ত হয়েছে তিনটি। প্রকল্প অনুযায়ী, শত কোচ সংগ্রহের কাজ শেষ হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা যেতে বাসযাত্রীদের খরচ পড়ে ২৫০ টাকা আর এসিতে ৫০০ টাকার মতো। রেল মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত দূরত্ব ৭৭ কিলোমিটার। এ রেলপথের জন্য ভাড়া নির্ধারণে রেলওয়ে একটি প্রস্তাব তৈরি করেছে। এ অনুযায়ী পদ্মা সেতু হয়ে ট্রেনে ভাঙ্গা যেতে যাত্রীদের আন্তঃনগর ট্রেনে (নন-এসি) চেয়ার কোচে ভাড়া গুনতে হতে পারে ৩৫৫ টাকা। এসি চেয়ারে ৬৭৯ টাকা। সব মিলিয়ে বাসের চেয়ে ট্রেনে গুনতে হবে ১০৫-১৭৯ টাকা পর্যন্ত বেশি। ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের বাস্তব দূরত্বের সঙ্গে পদ্মা সেতু ও গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলওয়ের কমিটি। রেলওয়ে সূত্র জানায়, পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার দূরত্ব ধরা হয়েছে। আর গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ধরা হয়েছে ৫ কিলোমিটার। এ জন্যই ঢাকা থেকে ভাঙ্গার প্রকৃত দূরত্ব ৭৭ কিলোমিটার হলেও রেলওয়ে আদায় করতে চায় ৩৫৩ কিলোমিটার দূরত্বের ভাড়া।

পদ্মা সেতু দিয়ে চলবে যে পাঁচ ট্রেন: প্রাথমিকভাবে শুরুতে পদ্মা সেতু দিয়ে পাঁচটি যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পাঁচটি ট্রেনের মধ্যে খুলনা-ঢাকা রুটের দুটি আন্তঃনগর ট্রেন চিত্রা, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমান রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে। ঢাকা-কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসও রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করবে। প্রস্তাবনায় আরও বলা হয়, রাজশাহী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করা আন্তঃনগর ট্রেন মধুমতী এক্সপ্রেস ট্রেনটিকেও রাজশাহী থেকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচলকারী মেইল ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেসকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১০

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১১

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১২

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৩

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৪

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১৫

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

১৬

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

১৭

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

১৮

এবার যুবদল কর্মীকে হত্যা

১৯

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

২০
X