আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনা এবং সিদ্ধান্তে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা তা ধরে রাখতে নৌকার বিকল্প নেই। আসছে সংসদ নির্বাচনে মিঠাপুকুর উপজেলায় নৌকাকে বিজয়ী করার আহ্বানও জানান রাশেক রহমান।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আফসার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক শাহ আনোয়ার সাদাত লেমন, সাইদুর রহমান তালুকদার, রেজাউল কবির টুটুলসহ কমিটির অন্য সদস্যরা।
এ সময় উপজেলার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে রাশেক রহমানকে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে একাগ্রতা প্রকাশ করে স্লোগান দেন।
মন্তব্য করুন