ছাত্রদল নেতা সাদেুকুর রহমান হত্যাসহ একাধিক মামলার আসামি নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে নরসিংদীর ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নরসিংদী ছাত্রদল সভাপতি নাহিদকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার। তিনি জানান, নাহিদের নামে হত্যা মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য, নরসিংদীর জেলখানা মোড়ে ছাত্রদল নেতা সাদেক হত্যার পর থেকে তিনি পলাতক ছিল। এর আগে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক হন নাহিদ। তিনি নরসিংদী পৌর এলাকার নাগরীয়া কান্দী এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, নাহিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনসহ ৩০টিরও বেশি মামলা রয়েছে।
পরিবারের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে এ সকল মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন