খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) কাঁঠালতলীতে দলীয় কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কর্মসূচি। এ সময় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে জ্যেষ্ঠ নেতাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কেন্দ্র থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে নাছির উদ্দিনকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়। এতে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সদস্যসচিব অনশন কর্মসূচিতে যোগদানকে কেন্দ্র করে এই হাতাহাতির ঘটনার সূত্রপাত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। এতে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো) প্রমুখ।
এতে বক্তারা বলেন, এখন খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা দরকার। দেশে তা সম্ভব নয়। আমরা অনেক দিন ধরেই তাকে বিদেশে নেওয়ার কথা বলছি। কিন্তু সরকার কর্ণপাত করছে না। এখন একেবারে শেষ সময় চলে এসেছে। অবিলম্বে বিদেশে নেওয়া দরকার, না হলে তাকে বাঁচানো যাবে না।
অনশন কর্মসূচিতে হাতাহাতির ঘটনায় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সামান্য উত্তেজনা হয়েছিল। বিষয়টির সমাধানে নেতারা কাজ করছেন।’
মন্তব্য করুন