চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

মেগা প্রকল্পের নামে হরিলুট হয়েছে : জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। পুরোনো ছবি

মেগা প্রকল্পের নামে হরিলুট হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা করেন।

জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য কাজ করে না মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের ‘বি’ টিম নয়। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলেছে। কেউ তাদের উন্নতির জন্য কাজ করেনি। বর্তমান সরকার মেগা প্রকল্পের নামে হরিলুট করছে। বিদ্যুৎ খাতেও সীমাহীন দুর্নীতি হয়েছে।’

হুসেইন মুহম্মদ এরশাদের সময়ে এত দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আজ দেশের মানুষকে দুই ভাগ করে ফেলেছে বড় দুই দল। সবাই জনগণকে ব্যবহার করে কিন্তু তাদের অধিকার নিয়ে কেউ কথা বলে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রিজার্ভ খারাপের থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ১০ বিলিয়ন কম হলে কোনো দেশের এলসি হবে না। দেশের ব্যাংকগুলো খালি করা হয়েছে। দুদক দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। ছোট কর্মকর্তাদের দুদক দিয়ে হয়রানি করা হয়। কিন্তু বড় দুর্নীতিবাজদের ছাড়পত্র দেওয়া হয়েছে। দেশে প্রথম আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। পরে বিএনপি চারবার চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ ইশতেহারের ধারে কাছে যায়নি। সব ক্ষেত্রেই আওয়ামী লীগ একটি সুবিধাবাদী দল তৈরি করেছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী প্রমুখ।

সম্মেলনে জাতীয় পার্টি (জাপা) প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠকে পুনরায় মহানগর জাতীয় পার্টির সভাপতি ও ইয়াকুব হোসেনকে সিনিয়র সহসভাপতি এবং আবু জাফর মাহমুদ কামালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

২৭ জুলাই : নামাজের সময়সূচি

যে ভুলে মরতে পারে টবের গাছ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

১০

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

১১

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

১২

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭

১৩

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

১৪

রাজশাহীতে সহিংসতার মামলায় গ্রেপ্তার ১১৬৩

১৫

ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১৬

তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান

১৭

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

১৮

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৯

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

২০
X