চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় কক্সবাজারগামী অভি পরিবহন বাসের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরিতে নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদুর রহমান রানি (২১) চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র এবং চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ড রহমানিয়া পাড়ার মৃত ছালেহ আহমদের পুত্র। গুরুতর আহত মোহাস্মদ সাকিব (২০) একই এলাকার মৃত কাশেমের পুত্র।
স্থানীয়রা জানায়, তারা দুই বন্ধু বিকেলে মোটারসাইকেলযোগে আজীজনগরে অবস্থিত চেয়াম্যানলেকে বেড়াতে গিয়েছিল।সেখান থেকে আসার সময় এই সড়ক দুর্ঘটনাটি হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।
চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে বলে শুনেছি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান, আইনি পক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন