চট্টগ্রামের চান্দগাঁওয়ে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ৩টার দিকে চান্দগাঁও থানার সিএন্ডবি বিসিক শিল্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম মোহাম্মদ রাফা (১৯)। তিনি চান্দগাঁও এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় হাজেরা তুজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাফা মধ্যরাতে টার্ফে ফুটবল খেলা শেষে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। বিসিক শিল্প মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা চলন্ত পিকআপের সঙ্গে সংঘর্ষে রাফা ঘটনাস্থলেই মারা যান।
চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. ছাবেদ আলী কালবেলাকে বলেন, ‘সিএন্ডবির মোড়ে পিকআপের সঙ্গে বাইকের সংঘর্ষে রাফা নিহত হন। ঘটনাস্থলে গেলে তার আহত বন্ধুর কাছ থেকে ঘটনার বিবরণ শুনতে পাই। এ ঘটনায় মামলা হয়েছে। চালকসহ ট্রাকটির অনুসন্ধান চলছে।’
ওসি আরও বলেন, ‘বাইকটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে চালানো হয়েছে। স্পটে গিয়ে রাফার লাশ উদ্ধার করে পুলিশ। তার আহত বন্ধুকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক কালবেলাকে বলেন, ‘চান্দগাঁওয়ে বাইক দুর্ঘটনায় নিহত কলেজছাত্রের লাশ চমেক হাসপাতালের মর্গে আনা হয়। পরিবারের দাবিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন