দেলোয়ার হোসেন, ময়মনসিংহ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শীতের শুরুতেই ময়মনসিংহ মেডিকেলে শিশু ওয়ার্ডে তিল ঠাঁই নেই

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। ছবি : কালবেলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। ছবি : কালবেলা

শীতের শুরুতেই তিল ধারণের ঠাঁই নেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে। ঠাণ্ডাজনিত রোগের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে। শিশু ওয়ার্ডে বিছানা, মেঝে এমনকি বারান্দাতেও জায়গা নেই।

শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা নার্সসহ চিকিৎসকদের। আবহাওয়া পরিবর্তনজনিত সময়ে জ্বর-ঠাণ্ডা লাগলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

মমেক হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৩৫ জন শিশু ভর্তি হয়েছে। এই নিয়ে ৭২ শয্যার বিপরীতে বর্তমানে তিন ইউনিটে ভর্তি শিশু রোগীর সংখ্যা ৪২৬। ২৪ ঘণ্টায় হাসপাতালের ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রোগীর চাপের কারণে ওয়ার্ডের বিছানা, মেঝে ও বারান্দাসহ করিডোরেও রোগীদের রাখতে হচ্ছে।

ছেলেকে নিয়ে হাসপাতালে আসা পূর্বধলার মো. নুরুল ইসলাম বলেন, আমার ছেলে উলিউল্লাহ প্রথমে জ্বর, ঠান্ডা সর্দি পরে শ্বাস কষ্ট শুরু হলে পূর্বধলার হাসপাতালের ভর্তি করান। পরে উন্নত চিৎসার জন্য ময়মনসিংহ হাসপালে শিশু ওয়ার্ডে এনে ভর্তি করেন। ভর্তির পরে পরীক্ষা করে দেখা যায় তার নিউমোনিয়া হয়ে গেছে। এরপর থেকেই ইনজেকশনসহ অন্যান্য ওষুধ চলছে।

গৌরীপুর থেকে আসা শিশু রোগী আয়ানের মা শারমীন সুলতানা সাথী বলেন, গ্রামে শীত শুরু হয়ে গেছে, ভোরে কুয়াশা পড়ে। সেই কুয়াশা থেকে তার ছেলের ঠান্ডা-সর্দি ও জ্বর শুরু হয়। পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে হাসপাতালে এনে শিশু ওয়ার্ডে ভর্তি করেন তিনি।

শিশু ওর্য়াডের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী বলেন, শীতের শুরুতে বিশেষ করে অক্টোবরের শেষে এবং নভেম্বরে শিশু রোগীর সংখ্যা প্রতি বছরই বাড়তে থাকে। এবারও শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতালের সিনিয়র স্টাফ ও নার্সসহ কর্মরত চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা আন্তরিকভাবেই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বলেন, শিশু ওয়ার্ডে রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিশেষ করে সরকারিভাবে সরবরাহ করা হাসপাতাল থেকে সব ওষুধই রোগীদের দেওয়া হচ্ছে। কর্মরত নার্স ও চিকিৎসকরা আন্তরিকভাবেই তাদের দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

১০

ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিনের উদ্যোগে উঠান বৈঠক

১১

সংবাদ সম্মেলনে অভিযোগ / রাজনৈতিক হয়রানির অভিযোগ তুলে হত্যা মামলা প্রত্যাহারের পাঁয়তারা 

১২

নৌকা উল্টে  কর্ণফুলীতে ভেসে গেল সাড়ে ১২ টন মাছ

১৩

গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল-হামাস পরোক্ষ আলোচনা শুরু

১৪

নির্বাচন পেছানোর চেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী : নীরব

১৫

বজ্রপাত নিয়ে বিশেষজ্ঞের সতর্কতা

১৬

প্রথমবার প্রকাশ্যে আসছেন ফিলিস্তিনি যোদ্ধাদের নেতা

১৭

নতুন ২ জাতীয় দিবসের ছুটি নিয়ে যা জানা গেল

১৮

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না : পাপিয়া

২০
X