রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
দেলোয়ার হোসেন, ময়মনসিংহ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শীতের শুরুতেই ময়মনসিংহ মেডিকেলে শিশু ওয়ার্ডে তিল ঠাঁই নেই

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। ছবি : কালবেলা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ভিড়। ছবি : কালবেলা

শীতের শুরুতেই তিল ধারণের ঠাঁই নেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে। ঠাণ্ডাজনিত রোগের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে। শিশু ওয়ার্ডে বিছানা, মেঝে এমনকি বারান্দাতেও জায়গা নেই।

শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা নার্সসহ চিকিৎসকদের। আবহাওয়া পরিবর্তনজনিত সময়ে জ্বর-ঠাণ্ডা লাগলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

মমেক হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৩৫ জন শিশু ভর্তি হয়েছে। এই নিয়ে ৭২ শয্যার বিপরীতে বর্তমানে তিন ইউনিটে ভর্তি শিশু রোগীর সংখ্যা ৪২৬। ২৪ ঘণ্টায় হাসপাতালের ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রোগীর চাপের কারণে ওয়ার্ডের বিছানা, মেঝে ও বারান্দাসহ করিডোরেও রোগীদের রাখতে হচ্ছে।

ছেলেকে নিয়ে হাসপাতালে আসা পূর্বধলার মো. নুরুল ইসলাম বলেন, আমার ছেলে উলিউল্লাহ প্রথমে জ্বর, ঠান্ডা সর্দি পরে শ্বাস কষ্ট শুরু হলে পূর্বধলার হাসপাতালের ভর্তি করান। পরে উন্নত চিৎসার জন্য ময়মনসিংহ হাসপালে শিশু ওয়ার্ডে এনে ভর্তি করেন। ভর্তির পরে পরীক্ষা করে দেখা যায় তার নিউমোনিয়া হয়ে গেছে। এরপর থেকেই ইনজেকশনসহ অন্যান্য ওষুধ চলছে।

গৌরীপুর থেকে আসা শিশু রোগী আয়ানের মা শারমীন সুলতানা সাথী বলেন, গ্রামে শীত শুরু হয়ে গেছে, ভোরে কুয়াশা পড়ে। সেই কুয়াশা থেকে তার ছেলের ঠান্ডা-সর্দি ও জ্বর শুরু হয়। পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে হাসপাতালে এনে শিশু ওয়ার্ডে ভর্তি করেন তিনি।

শিশু ওর্য়াডের সহকারী অধ্যাপক ডা. বিশ্বজিৎ চৌধুরী বলেন, শীতের শুরুতে বিশেষ করে অক্টোবরের শেষে এবং নভেম্বরে শিশু রোগীর সংখ্যা প্রতি বছরই বাড়তে থাকে। এবারও শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতালের সিনিয়র স্টাফ ও নার্সসহ কর্মরত চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা আন্তরিকভাবেই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বলেন, শিশু ওয়ার্ডে রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিশেষ করে সরকারিভাবে সরবরাহ করা হাসপাতাল থেকে সব ওষুধই রোগীদের দেওয়া হচ্ছে। কর্মরত নার্স ও চিকিৎসকরা আন্তরিকভাবেই তাদের দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১০

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১২

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৩

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৪

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৫

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৬

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৭

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৯

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

২০
X