সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির পৌর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মো. আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতাল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানা পুলিশ।
আটক আনোয়ার হোসেন পৌর সভার রাজনগর পাড়ার নজরুল ইসলামের ছেলে ও জীবননগর পৌর যুবদলের ১ নম্বর যুগ্ম সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর পৌর শহরের হাসপাতালের সামনে থেকে বিএনপির কিছু নেতাকর্মীরা একত্রিত হয়ে মশাল হাতে করে শহরে দিকে একটি মিছিল নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনকে আটক করলে বাকিরা পালিয়ে যায়।
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। রোববার (১২ নভেম্বর) তাকে আদালত সোপর্দ করা হবে।
মন্তব্য করুন