চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মাইক্রোস্ট্যান্ডে অনুমোদনহীন দেশীয় পণ্য মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন মেলাটি বন্ধ করে দেন। জেলা প্রশাসকের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয় বলে জানা গেছে।
শুক্রবার (৩ নভেম্বর) মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছ থেকে মেলা আয়োজনের অনুমোদন না নেওয়ায় সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন উপস্থিত হয়ে মেলাটি বন্ধ করে দেন। এ সময় মেলায় প্রবেশের জন্য নির্মিত মূল গেইট ভেঙে ফেলা হয়।
ঢাকা চটপটি অ্যান্ড দই ফুচকা হাউজের মো. নাসির উদ্দিন জানান, মেলা কমিটিকে প্রায় দেড় লাখ টাকা অগ্রিম দিয়ে স্টল বরাদ্ধ নিয়েছি। প্রায় ৫০ হাজার টাকার মালামাল তুলেছি আজ। কিন্তু সন্ধ্যায় মেলাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। এখানে এসে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। যোগাযোগ করা হলে মেলার পরিচালক, বারইয়ারহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, পৌরসভার অনুমতি নিয়ে মেলা শুরু হয়েছে। মেলাটি শুধু এ বছর নয়, গত কয়েক বছর ধরে চলছে। জেলা প্রশাসকের অনুমতি না থাকায় ইউএনও সন্ধ্যায় মেলা বন্ধ করে দিয়েছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, বারইয়ারহাট পৌরসভার মাইক্রোস্ট্যান্ডে কিছুদিন পূর্বে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। কিন্তু জেলা প্রশাসক থেকে মেলা আয়োজনের অনুমোদন না নেওয়ায় সোমবার সন্ধ্যায় মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন