বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এ রকম হাজারো চিঠি নয়, মিলিয়ন মিলিয়ন ডলার-পাউন্ড খরচ করেছে। বাংলাদেশ ও সংবিধানের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু সফল হবে না। এগুলো দিয়ে অতীতে কাজে আসেনি, ভবিষ্যতেও আসবে না। কারণ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেটে ব্যক্তিগত সফরে এসে হজরত শাহ জালাল (রহ.) ও হজরত শাহ পরাণের (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের মানুষ হরতাল-অবরোধ চায় না। বাংলাদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তরুণ প্রজন্মের প্রচুর ভোটার আছে, তারা ভোট দিতে চায়।’
পররাষ্ট্র সচিবের ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে নির্বাচনী আলাপের কোনো বিষয় নেই। কারণ এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক। একবার বাংলাদেশে হয়, একবার ভারতে হয়। এবার বৈঠকটি ভারতে হচ্ছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার রাতে ব্যক্তিগত সফরে রেলপথে সিলেট আসেন।
মন্তব্য করুন