রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদীয় আসনে নৌকা মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান। প্রত্যাশিত নৌকা প্রতীক পাওয়ায় ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে মিঠাপুকুরে আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় সিন্ধান্তে রাশেক রহমান নৌকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শত শত নেতাকর্মী আনন্দ মিছিল বের করেন তারা।
আনন্দ মিছিল শেষে মিঠাপুকুর ওভার ব্রিজের নিচে সমবেত হন নেতাকর্মীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, মৎস্যজীবী লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত লেমন, সাবেক অধ্যক্ষ মেজবাহুর রহমান মঞ্জু, ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, যুবলীগের আহ্বায়ক শাহ আসাদুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ রফিকুল ইসলাম তুহিন, ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্যা আবু সাঈদ মৎস্যজীবী আহবায়ক ওয়াদুদ মিয়া প্রমুখ।
অপরদিকে উপজেলার ১৭টি ইউনিয়নে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল করেছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন