আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তামাশা করে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ওনার অভ্যাসই হলো উদ্ভট কথা বলা, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কখনোই তামাশা করেনি।
মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে বিএনপি ও বিএনপির ভোটাররা অতীতে তামাশা করেছে। আওয়ামী লীগ কোনো নির্বাচন নিয়েই তামাশা করেনি, আর করবেও না। আওয়ামী লীগ ভবিষ্যতেও সুষ্ঠু ও সঠিক নির্বাচন করবে।
এর আগে আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্তি চক্রবর্তী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা
মন্তব্য করুন