কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজাসহ লিটন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। লিটন উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর পুত্র।
সোমবার (২৭ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ নভেম্বর) গভীর রাতে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেটের সামনে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটনের অপর দুই সহযোগী এ সময় দৌঁড়ে পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ৫৬ কেজি গাঁজাসহ আটক লিটনসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) আদালতের মাধ্যমে লিটন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকসহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন