চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সিনিয়র জেলা ও দায়রা জজ আদিব আলী, জেলা প্রশাসক একেএম গালিব খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, পুলিশ সুপার ছাইদুল হাসান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার সাইদুল হাসান বলেন, এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভয় দেখাতে তারা এ বিস্ফোরণ ঘটিয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন