বিএনপির একদফার চলমান আন্দোলনে গত ২৮ অক্টোবর থেকে গ্রেপ্তারকৃত খুলনার কারাবন্দি নেতৃবৃন্দের পরিবারের পাশে ধারাবাহিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো খুলনা মহানগরীর খালিশপুর, দৌলতপুর ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৩ নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, রসুন প্রভৃতি পাঠিয়েছেন তিনি।
এ দিন খালিশপুর থানার হানিফ, নাসিম খান, দিপু, বাবুল, আনছার, রমজান এবং দৌলতপুর ও আড়ংঘাটা থানার মাজেদ হাওলাদার, শহিদুল ইসলাম লুলু, শেখ নাজিম, জাকির হোসেন, শ্রমিক দল নেতা কামাল, জাকির আঃ মাজিদসহ ৩৩জন নেতাকর্মীর বাড়িতে বাড়িতে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল প্রেরিত এসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে খুলনা মহানগরীর অন্য থানার গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিবারের জন্য তা পাঠানো হবে।
এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) খুলনা মহানগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৫ নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, রসুন প্রভৃতি পাঠান রকিবুল ইসলাম বকুল।
মন্তব্য করুন