হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ এএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে আহত, কার্যালয় ভাঙচুর

ঝিনাইদহ-২ আসনে যুবলীগ অফিসের চেয়ার ভাঙচুর। ছবি : কালবেলা
ঝিনাইদহ-২ আসনে যুবলীগ অফিসের চেয়ার ভাঙচুর। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলমের অনুসারী কর্তৃক দফায় দফায় হামলার শিকার হচ্ছেন স্বতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের পক্ষের নেতাকর্মীরা।

সবশেষ শনিবার (১৬ ডিসেম্বর) রাতে স্বতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের পক্ষে নির্বাচন করার কারণে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলমের অনুসারীরা। এ সময় যুবলীগ অফিসের চেয়ার টেবিলও ভাঙচুর করেন তারা।

জানা যায়, শনিবার রাতে উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল দলীয় কার্যালয়ে বসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছিলেন। রাত ৯টার দিকে তাহজীব আলমের অনুসারী হরিনাকুন্ডু পৌরসভার সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টুর নেতৃত্বে হাশেম আলী, আসাদুজ্জামানসহ প্রায় ৩০ জনের একটি দল নৌকা প্রতীকের শ্লোগান দিয়ে আচমকা যুবলীগের কার্যালয়ে ঢুকে উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা সাদিক হোসেনসহ উপস্থিত নেতাকর্মীদের মারধর করেন। এ সময় তারা কার্যালয়ের চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্রও ভাঙচুর করেন। যুবলীগ নেতাকর্মীদের অভিযোগ, আহবায়ক আশরাফুল হক জুয়েলসহ যুবলীগের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের পক্ষে অবস্থান নেওয়ার কারনেই যুবলীগের অফিসে হামলা, নেতাকর্মীদের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল বলেন, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত হয়েই নির্বাচন করছি। তিনি স্বতন্ত্র প্রার্থীর ব্যাপারে এবার কোরো বিধি নিষেধ আরোপ করেননি, যাতে জনগণের নিকট অধিক গ্রহণযোগ্য কেউ নির্বাচিত হয়। এতে তো আপত্তি থাকার কথা নয়। আজ দলীয় কার্যালয়ে বসে থাকা অবস্থায়ও সন্ত্রাসী হামলার শিকার হতে হলো। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে সাবেক পৌর মেয়র শাহিনুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটাও বন্ধ পাওয়া গেছে।

হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, যুবলীগের অফিস ভাঙচুরসহ নেতাকর্মীদের মারধোরের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, স্বতন্ত্রপ্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর পক্ষে নির্বাচনে অবস্থান নেওয়ার কারণে গত ৫ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়াদ্দারের গাড়ি বহরে হামলা চালায় তাহজীব আলমের অনুসারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১০

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১১

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৩

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৪

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৫

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

১৬

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১৭

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১৮

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১৯

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

২০
X