আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসন থেকে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু এ হুমায়ুন সুলতান সাদাব।
স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাভলু বলেন, ‘নির্বাচন করতে মনোনয়ন দাখিল করেছিলাম। তবে ব্যক্তিগত সমস্যার কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’
অপর স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন সুলতান সাদাব জানান, ‘আমার বাবা এ্যাড. খান টিপু সুলতান আওয়ামী লীগের পাঁচ বারের এমপি ছিলেন। দলীয় নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ দেওয়ায় আমি মনোনয়ন কিনেছিলাম। কিন্তু নৌকার বিপক্ষে ভোট চাইতে গিয়ে ইতস্ততবোধ করেছি। এ জন্য আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
মন্তব্য করুন