নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে । এতে আরও ২ সিএনজি অটোরিকশার যাত্রী আহত হয়। নিহত মো. রাজিব (২৫) চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের মো. শহীদের ছেলে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাটবাজার সংলগ্ন কলোনি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাটবাজার সংলগ্ন কলোনি রাস্তার মাথা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন অটোরিকশার যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে মালবাহী ট্রাকচাপায় আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে
চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খোঁজখবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন