কুমিল্লা-৫ ( বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী।
রোববার ( ২৪ ডিসেম্বর ) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার সময় তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
জাহাঙ্গীর খান চৌধুরী বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ ৫৭ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে এ জনপদে রাজনীতি করে আসছি। আপনাদের ভোটে ও ভালোবাসায় আমি দু-দুবার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। টানা দশ বছর আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। এটা আমার ভাগ্যে ছিল না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সুযোগ দেওয়ায় স্বতন্ত্র থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিই। তবে আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দলের বাইরে গিয়ে কাজ করিনি। এই আসনে যাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আর আমি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি আওয়ামী লীগের সভাপতি হয়ে নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে পারি না। এতে আমার দীর্ঘ জীবনের আওয়ামী রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাবে। তাই আমি আট ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খানকে সমর্থন করলাম।
এ সময় তিনি আরও বলেন, আমার প্রিয় নেতাকর্মীরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এই মুহূর্ত থেকে আপনারা সবাই নৌকাকে বিজয়ী করতে কাজ শুরু করে দিন। মনে রাখবেন, এই নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হবে, নিজের বিবেককে কলুষিত করবেন না। উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মন্তব্য করুন