কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক আইজিপিকে এলাকা ছাড়তে বললেন নৌকার প্রার্থী কাহার

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। ছবি : কালবেলা
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। ছবি : কালবেলা

বর্তমান সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ নৌকাকে ডুবাতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ।

তিনি বলেন, ‘এই নূর মোহাম্মদের বাবা আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। তিনি দলীয় নেতাকর্মীদের বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের ট্রাকের পক্ষে কাজ করতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। আইজিপি সাহেব আপনাকে আমি ভালো করে চিনি আপনার আমার বাড়ি কাছাকাছি। আর এক পাও আগাবেন না। হয় নৌকার পক্ষে থাকেন, না হয় কিশোরগঞ্জ-কটিয়াদী ছেড়ে ঢাকায় চলে যান। আর যদি একটা কথা নৌকার বিরুদ্ধে বলবেন তাহলে আপনার বাড়ি ঘেরাও করবে কটিয়াদী-পাকুন্দিয়ার নেতাকর্মীরা। আমি আপনাকে সাবধান করতে চাই এবং তার ছেলেপেলে যায় আছে সাবধান হবেন, না হয় আরেকটি ১৯৭১ সৃষ্টি হবে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলা সদর ঈদগাহে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা।

এ সময় তিনি আরও বলেন, এনএসআই (গোয়েন্দা সংস্থা) বলে যে লোকগুলো আছে তারা যদি বন্ধ না হয় হাজার হাজার লোক দিয়ে তাদেরকে ঘেরাও করব। বলে দিলাম আবারও যদি একটা কথা শোনা যায় নৌকার বাইরে নির্বাচন করার জন্য আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপ সৃষ্টি করছেন। তাদের ঘেরাও করে আমরা এখন থেকে উৎখাত করব।

এ নির্বাচনী জনসভায় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু নাসের ফারুক মোহাম্মদ সঞ্জু, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এ কে এম দেলোয়ার হোসেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এবার দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে এ আসন থেকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তাকে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগের দলীয় বর্তমানে এমপি পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ফলে, আওয়ামী লীগ নেতাকর্মীরা আলোচিত তিন প্রার্থীতে বিভক্ত হয়ে পড়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগে যোগ দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে এক রাতে ৫০০ ড্রোন হামলা

আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল

কৃষকের ৬ বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ভারতের চীনা পিএল-১৫ ক্ষেপণাস্ত্র উদ্ধার, কতটা ভয়ানক?

ভাঙা হলো মাঠে দাঁড়িয়ে থাকা সেই সেতুটি

আপ বাংলাদেশে আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

‘গণহত্যাকারীদের রাজনৈতিক অধিকার দিলে সমাজে হত্যাকে উৎসাহিত করা হবে’

সমাবেশে মোবাইল ফোন হারালেন নুর

পদ্মার এক ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

ক্যাথলিক চার্চে নতুন পোপ লিও চতুর্দশ

১০

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১১

সাবেক এমপি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রেপ্তার

১২

পাকিস্তানকে পানি ও ভাতে মারবে ভারত?

১৩

কুয়াকাটায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৪

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত আব্দুল্লাহ

১৫

ভারত-পাকিস্তান সংঘাত, ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার

১৬

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

১৭

রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র

১৮

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

১৯

আ.লীগ নিষিদ্ধে কী আইন আছে, জানালেন আসিফ নজরুল

২০
X