মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, প্রেমিক অস্বীকার করায় আত্মহত্যা

মানিকগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী আফরোজা আক্তারের আত্মহত্যার খবরে বাড়িতে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
মানিকগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী আফরোজা আক্তারের আত্মহত্যার খবরে বাড়িতে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

মানিকগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী আফরোজা আক্তার (১৩) নামের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তার পরিবারের দাবি, আফরোজা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং তার প্রেমিক অস্বীকার করার কারণেই তাদের মেয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই বিষয়টি কালবেলাকে জানান নিহতের বড় বোন সুরমা আক্তার।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর (টেনারিমোড়) এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।

নিহত আফরোজা আক্তার এই গ্রামের আজগর আলীর মেয়ে। সে গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

নিহতের বড় বোন সুরমা আক্তার কালবেলাকে বলেন, পার্শ্ববর্তী বাড়ির মো. মকুল মিয়ার ছেলে সাব্বির হোসেনের (১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিল তার বোনের। গত দুই মাস আগে আমাদের বাড়িতে রাতে সাব্বির ও আমার বোনকে এক কক্ষে সন্দেহজনকভাবে দেখতে পায়। সে সময় মান-সম্মানের ভয়ে কাউকে কিছুই বলিনি। শুধু সাব্বিরের পরিবারে কছে জানাই তাদের ছেলেকে শাসন করার জন্য। এরপরেও সাব্বির আমার বোনকে স্কুলে যাওয়ার পথে বিরক্ত করত বলে জানতে পারি। গত ২ দিন আগে আমদের পাশের বাড়ির ৮ বছরের শিশুকে দিয়ে আমার বোন প্রেগনেন্সির টেস্ট কিট সাব্বিরের কাছে পাঠায়। এই বিষয়টি দেখতে পান পাশের বাড়ির ভাবি। তিনি এই বিষয়টি আমার দাদির কাছে জানান।

নিহত আফরোজার দাদি মানিকজান বেগম বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমার নতনি আফরোজাকে ডাক দিয়ে ঘরের পেছনে নিয়ে যায়। সেখানে নিয়ে জিজ্ঞাসা করি। তখন আমার নাতনি আমার কাছে বলে সাব্বিরের সাথে তার এক বছর ধরে প্রেম। তাকে বিয়ের কথা বলে বেশ কয়েকবার মেলামেশা করে সাব্বির। সেজন্য আফরোজা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সে কারণে পরীক্ষা করার জন্য গোপনে প্রেগনেন্সির টেস্ট কিট এনে পরীক্ষা করে। সেই কাঠিতে দুই দাগ উঠলে নাতনি বুঝে যায় তার পেটে সাব্বিরের বাচ্চা। তখন সেই কাঠিটা আবার সাব্বিরের কাছে পাঠায়। এই বিষয়গুলো সাব্বির অস্বীকার করলে আমার নাতনি নানা দুশ্চিন্তায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

এই বিষয়ে জানতে সাব্বির হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবার সাথে কথা বললে তিনি জানান, তার ছেলের সাথে আফরোজার প্রেমের কথা তিনি জানেন না।

তিনি আরও জানান, তার মেয়ের সাথে আফরোজা খেলাধুলা করত। তার ছেলে কোথায় গেছে- এমন প্রশ্নের উত্তরে সাব্বিরের বাবা বলেন, আমার ছেলে কলেজে গেছে। মোবাইল ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করার কথা বললে তিনি জানান, তার ফোন নষ্ট হয়ে গেছে।

সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আফরোজার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১০

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১১

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১২

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৩

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৪

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৫

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৬

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৭

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

১৯

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

২০
X