গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে চিকিৎসক হত্যার ঘটনায় মামলা

হোমিও চিকিৎসক ডা. হারুনুর অর রশিদ হারুন। ছবি : কালবেলা
হোমিও চিকিৎসক ডা. হারুনুর অর রশিদ হারুন। ছবি : কালবেলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি নেতা হোমিও চিকিৎসক হারুন অর রশিদ হারুন (৫৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে নিহতের ছেলে ফেরদৌস আহাম্মদ দীপ্ত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পাগলা থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না জানান, মামলায় আসামি করা হয়েছে হত্যার ঘটনায় জড়িত রুবেল মিয়াকে। এছাড়াও মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় হারুন অর রশিদের সঙ্গে রুবেল মিয়ার পারিবারিক কোনো ঘটনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান এই কর্মকর্তা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন সোমবার দুপুরে নিহত হারুনুর রশিদ হারুন গয়েশপুর বাজারে ছাগলহাটায় বসে চা পান করছিলেন। এ সময় ডাক্তার হারুনের সঙ্গে রুবেলের ঝগড়া এবং ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর রুবেল দা নিয়ে ডাক্তার হারুনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় হারুন দৌড়ে পালাতে গিয়ে কাঁচাবাজার গলিতে ছিটকে পড়ে যান। সেখানে তাকে কুপিয়ে হত্যা করে রুবেল। পরে উত্তেজিত জনতা ঘাতক রুবেলের বাড়ি ঘেরাও করে আগুন জ্বালিয়ে দেয়। পরে গণপিটুনি দিয়ে রুবেলকে পুলিশে দেয় জনতা। ঘাতক রুবেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে পুলিশ পাহারায় ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গয়েশপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম জানান, ডাক্তার হারুন অর রশিদ একজন ভালো মনের মানুষ ছিলেন। লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।

মামলার বাদী নিহতের ছেলে ফেরদৌস আহম্মদ দীপ্ত জানান, আমার বাবাকে সন্ত্রাসী রুবেল কুপিয়ে হত্যা নিশ্চিত করে গয়েশপুর বাজারে দা নিয়ে উল্লাস করেছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই। এ হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান তিনি।

পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জানান, নিহত হারুন অর রশিদ হারুন ওই ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ছিলেন। তিনি গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। ঘাতক রুবেল মিয়া একই ইউনিয়নের নেওকা গ্রামের পল্লী চিকিৎসক শাহাব উদ্দিনের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলা, নিহত ২

কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য দেবেন তিনটি জনসভায়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

১১

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

১২

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১৩

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১৪

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১৫

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৬

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৭

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৮

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৯

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

২০
X