পার্বত্য খাগড়াছড়িতে বিশাল গাঁজার খামারের সন্ধান মিলেছে। জেলার গুইমারা উপজেলার দুর্গম চৌধুরীপাড়ায় এ বিশাল গাঁজার ক্ষেত ধ্বংস করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী-পুলিশ।
এ সময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, অতিরিক্ত পুরিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দিন ও গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদ্যসরা উপস্থিত ছিলেন।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গুইমারার দুর্গম চৌধুরীপাড়া এলাকায় দুই একর গাঁজার ক্ষেত উপজেলা প্রশাসনের সহযোগিতায় ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, এ এলাকাটি খুবই দুর্গম। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনি কার্যক্রম চলছে।
মন্তব্য করুন