নোয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে করা বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মামলার সমস্ত তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে এ অব্যহতি দেয়া হয়।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম এই অব্যাহতির আদেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল ওয়াদুদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ এপ্রিল ডা. সুমনা ইসলাম বাদী হয়ে আহসান হাবিবের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণাসহ একাধিক বিষয়ে অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল ওয়াদুদ শাহীন জানান, ওই নারী নিজেই একজন প্রতারক শ্রেণির, তিনি প্রলোভনে পড়ে এবং দাপ্তরিক ক্ষতি করার জন্যে হয়রানিমূলক মামলাটি করেছিলেন।
তিনি আরও জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমার মোয়াক্কেলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। তবে অভিযোগ মিথ্যা হওয়ায় যথাযথ নিয়মে সেই মামলা থেকেও তিনি পরিত্রাণ পেয়েছেন। এরইমধ্যে মামলার উপস্থাপিত বিষয়গুলো মিথ্যা প্রমাণিত হওয়ায় নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
মন্তব্য করুন