সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খেজুরের রস সংগ্রহে ব্যস্ত ফরিদপুরের গাছিরা

রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ছবি : কালবেলা
রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ছবি : কালবেলা

শীতকাল এলেই বাংলাদেশের মানুষের মধ্যে খেজুরের রস খাওয়ার প্রতি আকর্ষণ বেড়ে যায়। ফরিদপুরের সদরপুর উপজেলায় এই রস সংগ্রহেই ব্যস্ত সময় পার করছেন গাছিরা।

তবে এই এলাকায় রসের চাহিদা থাকলেও লোকবল সংকটের কারণে অনেক গাছেই হাড়ি পাতা হচ্ছে না। এ কারণে চাহিদা অনুযায়ী রসের জোগান দিতে পারছেন না গাছিরা।

প্রতি বছর শীত মৌসুমে খেজুরের রসের পিঠাপুলি, পায়েশ ও বিভিন্ন প্রকার পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এ ছাড়াও মুড়ি দিয়ে খেজুরের রস খাওয়ার মজাই যেন আলাদা। তাছাড়া ফরিদপুর জেলার খেজুরের রসের সুনাম দীর্ঘদিনের।

সদরপুর উপজেলার শৌলডুবি গ্রামের গাছি মিলন বলেন, এ বছর ৪০টির মতো গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে পাটালি গুড় তৈরি করে বিক্রি করছি। এখন ভেজালের যুগে আর ফ্রেস খেজুরের গুড় পাওয়া খুব দুরূহ ব্যাপার। সবাই এখন চিনির মিশ্রণে গুড় তৈরি করেন।

তিনি আরও বলেন, এখন ফ্রেস এক কেজি খেজুরের গুড়ের দাম পড়বে কমপক্ষে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা। অথচ ক্রেতারা ২০০ টাকার বেশি দিয়ে গুড় কিনতে আগ্রহী না হওয়ার কারণে গুড়ের মধ্যে ভেজাল দিতে অনেকটা বাধ্য হচ্ছেন গাছিরা। আমার নিকট প্রতি বছর ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে কিছু শৌখিন ব্যক্তি আগাম খেজুরের গুড়ের অর্ডার দিয়ে থাকেন। তাদের কাছে কেজিপ্রতি ৫৫০ টাকা দরে বিক্রি করি।

সুমন মিয়া নামে আরেক গাছি বলেন, আমি এবার ২৫টি খেজুর গাছের রস সংগ্রহ করছি। গুড় তৈরি না করে কাঁচা রস হাড়ি প্রতি ৬০০ টাকা দরে বিক্রি করি। অনেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে খেুজর রস নিতে আসেন। রস ও পাটালি ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভেজাল গুড় তৈরি সম্পর্কে তিনি জানান, গুড়ের পরিবর্তে আমি প্রতি বছর কাঁচা রস প্রতি লিটার ২০০ টাকায় বিক্রি করি। বর্তমানে খাঁটি খেজুর গুড় কেনার লোকের অভাব। তাই কাঁচা রস বিক্রিতে ঝামেলা যেমন কম আবার ক্রেতাও বেশি।

স্থানীয়রা জানান, খেজুর রসে নিপা ভাইরাস থাকতে পারে এমন আশঙ্কায় কাঁচা রসের প্রতি আগ্রহ হারাচ্ছে অনেকেই। তাছাড়া এক হাঁড়ি রস বর্তমানে ৩৫০ থেকে ৪০০ টাকা করে বিক্রি হয়। তাও আগেভাগে অর্ডার দিয়ে রাখতে হয়। তাছাড়া বাজারে খাঁটি খেজুরের গুড় মান ভেদে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। এবং সাধারণ খেজুরের গুড় ২০০ থেকে ২৫০ টাকা করেও কেনা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, উপজেলায় খেজুরের রস ও পাটালির চাহিদা অনেক। শীত মৌসুমের শুরুতেই আমরা গাছিদের রস সংগ্রহের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। কিন্তু সদরপুরে খেজুরের রসের ভালো কোনো বাজার না থাকায় গাছিরা রস সংগ্রহের পর তা বিক্রি করতে পারছেন না। অনেকেই গুড় বানিয়ে সেগুলো বাইরে বিক্রি করে দিচ্ছেন।

তিনি আরও বলেন, খেজুর গাছ ফসলের কোনো প্রকারের ক্ষতি করে না। এই গাছের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না। যা সকলে এই গাছ যে কোথাও বাড়ির পাশে লাগাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১০

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১১

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১২

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৩

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৪

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

১৫

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

১৬

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

১৭

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

১৮

এবার যুবদল কর্মীকে হত্যা

১৯

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

২০
X