ভোলায় সার কারখানা স্থাপন করতে পারলে এ অঞ্চলের কৃষকদের জন্য সার উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারব এবং খাদ্য নিরাপত্তা দিতে পারব। ভোলাকে ভ্যাসেল অ্যাম্বালচার হিসেবে দেখছি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভোলার পশ্চিম ইলিশা পয়েন্টে সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, ভোলা তথা বরিশাল বিভাগ নিয়ে প্রধানমন্ত্রীর একটি পরিকল্পনা রয়েছে। তিনি পরিকল্পিতভাবেই ভোলায় বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুলবেন। ভোলাকে আমরা ভেসেল অ্যাম্বালচার হিসেবে দেখছি। আশুগঞ্জে একটি সার কারখানা আছে, এখানেও আমরা একটি সার কারখানা করব। এ সার কারখানাটি করতে পারলে বিদেশ থেকে আর সার আমদানি করা লাগবে না। এ জন্য আমরা কারখানার সম্ভাব্য স্থান পরিদর্শন করতে এসেছি। তবে ভোলার পশ্চিম ইলিশা পয়েন্টটি আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। এখানকার এমপি তোফায়েল আহমেদের একটি আশা ছিল, সার কারখানা গড়ে তোলার। তাই আমরা তার সঙ্গে আলাপ করে প্রধানমন্ত্রীকে অবহিত করব, তিনিই সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও বলেন, কনসালটেন্ট দিয়ে ফিজিবিলিটি যাচাই করে আমরা সিদ্ধান্ত নেব। এখানে গ্যাস, বিদ্যুৎ, রাস্তা ও নদীসহ অল অপশন আছে। আমি বিশ্বাস করি এখানে বড় একটা কিছু করতে পারব।
এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এসিল্যান্ড আলী সূজা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
মন্তব্য করুন