উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীদের ভরাডুবি হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পেয়েছে ৬টি পদ অপরদিকে আওয়ামী আইনজীবী পরিষদ ৩টি পদে জয়লাভ করে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি পদে মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক পদে এ এস এম সাইদুর রাজ্জাক বিজয়ী হয়েছে। এ ছাড়াও এ প্যানেল থেকে জয় পেয়েছেন সহসভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য মোখলেছুর রহমান খান স্বপন, কার্যনির্বাহী সদস্য আ ন ম আল মামুন অনল এবং তারিক আহমেদ।
অপরদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার মাহমুদ, কোষাধক্ষ পদে রোকেয়া খাতুন এবং পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাগিব মাহফুজ জুয়েল।
সন্ধ্যা ছয়টায় ভোট গণনা শেষ বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাস। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ভোট আয়োজন করে। পরে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিতদের দায়িত্বভার অর্পণ করা হবে বলে জানিয়েছে আইনজীবী সমিতির নির্বাচন কমিশন।
উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে গোলাম মোস্তফা-নাজমুল হুদা প্যানেল ভোটে অংশগ্রহণ করে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে মারুফ আহমেদ বিজন-এ এস এম সাইদুর রাজ্জাক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ১৪১ জন তবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৬ জন।
মন্তব্য করুন