নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ছাগলের খামারে আগুন লাগে। এতে পুড়ে ছাই হয়ে গেছে খামারের ১০টি ছাগল। এ ছাড়া খামারের পাশে একটি তিনতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটির একটি ফ্ল্যাটের আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাত ১টার দিকে মিজমিজি মজিববাগ গ্যাসলাইন এলাকায় রুপালি বেগমের খামারে এ ঘটনা ঘটে।
আদমজী ইপিজেড ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল হাই বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এর মধ্যে খাবারের ১০টি ছাগল পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খামার মালিক রুপালি বেগম বলেন, একটি টিনশেড ঘরে ছাগলের খামারটি করেছিলাম। খামারে ১০টি খাসি ছিল। সবগুলো পুড়ে গেছে। ১০টি খাসির বাজারমূল্য প্রায় আড়ই লাখ টাকা হবে।
মন্তব্য করুন