ঝালকাঠিতে বাড়ির পাশের গাছ থেকে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বড় ছেলে ও দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি শহরতলির রামনগর এলাকা থেকে ওই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ওই বৃদ্ধার নাম হাসিনা বেগম (৭৫)। তিনি একই এলাকার মৃত আনোয়ার তালুকদারের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহ আটক তিনজন হলেন- নিহত হাসিনা বেগমের বড় ছেলে শাহ আলম (৫০) ও তার স্ত্রী খাদিজা বেগম (৪০), প্রবাসী ছোট ছেলে সুমনের স্ত্রী ময়না বেগম (৩০)।
নিহত হাসিনার ভাতিজা ওমর ফারুক বলেন, হাসিনা বেগমের তিন ছেলের মধ্যে মেজ ছেলে সুজন স্ত্রীসহ পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ছোট ছেলে সুমন প্রবাসে থাকেন। তার স্ত্রী ময়না বেগম বাড়িতে থাকেন। হাসিনা বেগম শারীরিকভাবে অচল ছিলেন। ক্রাচে ভর করে চলাফেরা করতেন। তাকে প্রতিনিয়ত বড় ছেলে শাহ আলম এবং দুই পুত্রবধূ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
তিনি অভিযোগ করেন, বুধবার বিকেলের কোনো এক সময় তাকে নির্যাতন করে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হয়। যিনি ক্রাচ ছাড়া চলাফেরা করতে পারেননি; তিনি কীভাবে গাছে ঝুলে আত্মহত্যা করবেন, সেই প্রশ্ন তোলেন তিনি। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন