কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পানির অভাবে নষ্টের মুখে ১২শ হেক্টর ধান

পানির অভাবে বোরো ধানের ক্ষেত শুকিয়ে ফেটে যাচ্ছে। ছবি : কালবেলা
পানির অভাবে বোরো ধানের ক্ষেত শুকিয়ে ফেটে যাচ্ছে। ছবি : কালবেলা

শুষ্ক মৌসুমে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার কক্সবাজার ঈদগাঁও খালে ‘ঈদগাঁও’ এবং ‘পোকখালী’ দুটি রবার ড্যাম নির্মাণ করেন। উজান থেকে পানি না আসায় বোরো মৌসুমে রাবার ড্যাম কৃষকের কাজে আসছে না। আর জমিতে পানি দিতে না পেরে জমির ফসল নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়ছে কৃষকরা।

এ অবস্থায় পানি সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে পানি সংকটের জন্য ঈদগাঁও রাবার ড্যাম পরিচালনা কমিটিকে দায়ী করেছেন পোকখালী রাবার ড্যাম কমিটি। আর সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানিয়েছেন, উজান থেকে পানি কম আসায় ‘ঈদগাঁও’ রাবার ড্যামে পরিচালনা কমিটি পানি ছাড়ছে না। ফলে ‘পোকখালী’ রাবার ড্যামে পানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় উপজেলার পোকখালী, চোফলদন্ডি ও জালালাবাদ ইউনিয়নে ১ হাজার ২৮৪ হেক্টরের বেশি জমিতে চাষ করা বোরো ধান ও শীতকালীন সবজি শুকিয়ে মারা যাচ্ছে।

ঈদগাঁও রাবার ড্যাম সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পানি ছাড়লে তারা নিজেরাও পানি সংকটে পড়বেন। তাদের অভিযোগ খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় পানি নষ্ট হচ্ছে তেমনি উজান থেকেও পানি আসছে না। বারবার উপজেলা প্রশাসনকে অভিযোগ করার পরও রহস্যজনক কারণে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পোকখালী এলাকার কৃষকদের দাবি ঈদগাঁও রাবার ড্যাম থেকে পানি ছাড়লে সংকট কিছুটা হলেও কমে যাবে।

ঈদগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, বোরো মৌসুমে ঈদগাঁওতে অনেক জমিতে চাষ হয়ে থাকে। কিন্তু রাবার ড্যামে পর্যাপ্ত পানি না থাকায় পোকখালী এলাকার প্রায় ২০০ হেক্টরের বেশি জমির চাষ প্রায় নষ্ট হওয়ার পথে। পানি সংকট বাড়লে এ ক্ষতি হতে পারে আরও দ্বিগুণ। তবে সংকট সমাধানের চেষ্টার কথাও বলেন তিনি।

পোকখালীর ইউপি সদস্য ও পোকখালী রাবার ড্যাম সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, দুটি রাবার ড্যাম নির্মাণ করলেও ঈদগাঁও রাবার ড্যাম সমিতির লোকজন পানি ছাড়ছে না। তাই পানির অভাবে পোকখালী এলাকার ফসলি মাঠ শুকিয়ে যাচ্ছে। মাটি ফেটে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। যারা ঋণ নিয়ে ধানের চাষ করেছে তাদের অপূরণীয় ক্ষতি হবে। সংকট সমাধানে চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। দুএকদিনের মধ্যে পানি পাওয়া না গেলে পুরো চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

পোকখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক জিয়ার রহমান বলেন, এমনিতে দেরিতে রাবার ড্যাম ফুলানো হয়েছে, তার ওপর ঋণ নিয়ে বোরো চাষ করেছি। এখন পানির অভাবে ফসল নষ্ট হলে নিঃস্ব হয়ে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

ঈদগাহ্ রাবার ড্রাম সমিতির সভাপতি আরমান উদ্দিন মেম্বার জানান, আমরা নিজেরাও পানির সংকটে রয়েছি। তাই পানি ছাড়া সম্ভব হচ্ছে না। এখন পানি ছাড়লে পাম্প বসিয়ে আমাদের জমিতে পানি দিতে হবে। তাছাড়া খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নষ্ট হচ্ছে পানি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

জানতে চাইলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, ঈদগাঁও এবং পোকখালী দুটি রাবার ড্যাম পরিচালনা কমিটির সঙ্গে সমাধানের কথা হয়েছে। তারা সমাধান করতে না পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

টিভিতে আজকের যত খেলা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

রাজধানীতে আজ কোথায় কী

১০

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১৩

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১৪

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

১৫

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

১৭

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

২০
X