দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য অবদান রাখায় সাতক্ষীরায় দেশসেরা পাঁচ নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের বাংলো নীহারিকার কনফারেন্স রুমে তাদের সংবর্ধনা দেয় সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- ষোলবার দ্রুততম মানবীর খেতাবপ্রাপ্ত অ্যাথলেট এবং বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, বক্সিং এ গোল্ড মেডেলপ্রাপ্ত বক্সার আফরা খন্দকার প্রাপ্তি, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন, অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফরা খন্দকার প্রান্তি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য মোছা. মাছুরা খাতুন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের স্ত্রী মিসেস জেসমিন জাহান। এ ছাড়াও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য মিসেস জেসমিন জাহান বলেন, তাদের এই সাফল্য বাংলাদেশকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে সম্মান এনে দিয়েছে, তেমনি দেশের সবার কাছে সাতক্ষীরার ভাবমূর্তিকে অনেক উজ্জ্বল করেছে। দেশের মানুষ আজ সাতক্ষীরার ক্রীড়া ক্ষেত্রে যে সুন্দর কালচার, সেটা অনুকরণ করেই সামনে এগিয়ে যেতে চায়। এর কৃতিত্ব এখানে উপস্থিত সবার পাশাপাশি সব মহিলা ক্রীড়াবিদদের অভিভাবকদের। যাদের কারণে আমাদের মেয়েরা সামনে এগিয়ে যেতে পেরেছে; দেশের সবার সামনে এই জেলার মানুষদের গর্ব করার সুযোগ করে দিয়েছে।
এ ছাড়া তিনি কোনো বৈষম্য নয়, নারীরা যেন ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে যে কোনো অবস্থানে পুরুষদের সমান অধিকার নিয়ে চলতে পারে এই আশাবাদও ব্যক্ত করেন।
মন্তব্য করুন