বান্দরবানে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের ২য় দিনে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেলে শহরের রাজগুরু বৌদ্ধবিহার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
এ সময় হাজারও বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে পবিত্র জল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানী পাড়াস্থ সাঙ্গু নদীর তীরে বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানে এসে মিলিত হয়।
পরে সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। প্রার্থনা শেষে সকলে ভগবান বুদ্ধের গায়ে ডাব ও চন্দন জল ঢালেন।
এতে বৌদ্ধ ধর্মানুসারীদের ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের ও রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং, পৌর মেয়র শামসুল ইসলাম।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলে সমবেত প্রার্থনা করে এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান করে।
এদিকে রাতে শহরের অলিগলিতে পিঠা উৎসবে মেতে উঠবে জেলার মারমা সম্প্রদায়। আগামী ১৫ ও ১৬ এপ্রিল এই দুই বিকেলে নিজেদের পরিশুদ্ধ করার জন্য মৈত্রী পানি বর্ষণে মেতে উঠবেন মারমা জনগোষ্ঠীর কিশোর-কিশোরী ও যুবক যুবতীরা। বান্দরবানের মারমা জনগোষ্ঠীর বর্ষবরণের এই উৎসবকে সাংগ্রাই বলে থাকে।
মন্তব্য করুন