শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী বিধি ভঙ্গ করায় অর্থদণ্ড

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় সাবাহ্ গার্ডেনে সভা করা হয়। ছবি : কালবেলা
নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় সাবাহ্ গার্ডেনে সভা করা হয়। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী এলাকার বাইরে সভা করায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানের এক কর্মীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে তিন সাংবাদিককে লাঞ্ছিত করে প্রার্থীর নেতাকর্মীরা।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সাবাহ্ গার্ডেনে এ ঘটনা ঘটে। শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গাজীপুরের সহকারী কমিশনার (নেজারত শাখা) ইশতিয়াক মজনুন ইফতি বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় উপজেলা নির্বাচন চলছে। শনিবার বিকেলে খবর পাই গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সাবাহ্ গার্ডেনে বিধি ভঙ্গ ও নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে জনসমাবেশ করে সভা করছেন শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়। ঘটনাস্থলে গিয়ে ওই সভা বন্ধ করা হয়। এ সময় তার কর্মী আক্তারুজ্জামানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের কার্যক্রমকে নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা তৈরি করবে। এ ধরনের কার্যক্রমকে নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা তৈরি করবে।

অপরদিকে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মো. আ. জলিল অভিযোগ করে বলেন, ওই প্রার্থী নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিভিন্ন ধরনের কৌশল নিচ্ছেন। এ ধারাবাহিকতায় তিনি উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এমন অর্ধশতাধিক প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে গোপন বৈঠকের আয়োজন করেন।

জানা গেছে, ওই নির্বাচনী সভায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বরমী উচ্চ বিদ্যালয়, তেলিহাটি উচ্চ বিদ্যালয়, ভাংনাহাটি বালিকা দাখিল মাদ্রাসা, চিনাশুকানিয়া দাখিল মাদ্রাসাসহ প্রায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ অংশ নিয়েছিলেন।

এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাই টিভির গাজীপুর ও শ্রীপুর সদর প্রতিনিধি মাহবুবুল আলম, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি রুকনুজ্জামান ও দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মো. নজরুল ইসলাম লাঞ্ছিত হন। মাহাবুবুল আলম অভিযোগ করে বলেন, তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে ওই প্রার্থীর কর্মী-সমর্থকরা তাদের লাঞ্ছিত করে অবরুদ্ধ করে রাখে। মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পুলিশের সহায়তায় তারা উদ্ধার হন।

জয়দেবপুর থানার ওসি ইবরাহিম খলিল বলেন, সাংবাদিক অবরুদ্ধের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সাংবাদিকদের সঙ্গে ওই প্রার্থীর নেতাকর্মীদের কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল।

রিটার্নিং অফিসার ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম জানান, বিধি ভঙ্গ করে সভা করার খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে অর্থ দণ্ড আদায় করা হয়েছে। ওই সভায় যেসব শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনী আচরণ বিধি-৫ এর মোতাবেক প্রতীক বরাদ্দের পূর্বে বড় শোডাউন, মিটিং, মিছিল করতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও নিজে প্রচার ছাড়া। প্রতীক বরাদ্দ না পেয়ে বড় মিটিং করায় জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে সিন্ডিকেটের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যা প্রয়োজন

গরম কমলে বড় আন্দোলনে নামবেন মান্না

পঞ্চগড়ে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল

নোবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আ. লীগ সরকারের সঙ্গে জনগণ নেই : মান্না

আইপিএলে বাতিল হতে পারে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’

জামিন পেলেন কেজরিওয়াল

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

‘অসিম ওর ছোট্ট বাচ্চাগুলোকেও ছেড়ে গেল’

১০

কলেজশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১

স্ত্রীর দাবিতে তরুণীর অনশন, পালালেন আরিফ

১২

মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত পাইলট রিফাত

১৩

গুচ্ছ ভর্তি পরীক্ষা / ‘সি’ ইউনিটে পাবিপ্রবিতে উপস্থিতি ৮৩.১৮ শতাংশ

১৪

‘ব্যাড গার্লস’-এ তানিন সুবহা 

১৫

চুরি ঠেকাতে রাত জেগে পাহারা, সড়কে চেকপোস্ট

১৬

নড়বড়ে সেতু, ঝুঁকিপূর্ণ চলাচল

১৭

দেশে দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণের কাজ চলছে : প্রধানমন্ত্রী

১৮

আসছে অর্ণববের নতুন অ্যালবাম

১৯

জনের সঙ্গে বিপাশার প্রেম নিয়ে মুখ খুললেন ডিনো (ভিডিও)

২০
X